'রাশিয়ার আক্রমণের দিনই ইউক্রেনের পুনর্জন্ম', জেলেনস্কি

author-image
Harmeet
New Update
'রাশিয়ার আক্রমণের দিনই ইউক্রেনের পুনর্জন্ম', জেলেনস্কি

নিজস্ব সংবাদদাতাঃ  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ছয় মাস আগে যেদিন রাশিয়া আক্রমণ করেছিল, সেদিন দেশটির 'পুনর্জন্ম' হয়েছিল। বুধবার ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে এক আবেগঘন ভিডিও বার্তায় জেলেনস্কি ২৪ শে ফেব্রুয়ারী দিনটর কথা মনে করেন এবং তিনি বলেন, "ইউক্রেনীয়দের কাজের সাথে আমাদের কথাগুলো প্রমাণ করতে হবে।" 

                   

তিনি বলেন, "এই দিনে, দ্বিতীয় অল-ইউক্রেনীয় গণভোট প্রকৃতপক্ষে অনুষ্ঠিত হয়েছিল। আবারও বলছি- মূল প্রশ্ন। আবার - একটি নির্ণায়ক পছন্দ। তবে এবার ব্যালটে নয়, বরং আত্মা ও বিবেকে স্বাধীনতার জন্য হ্যাঁ বলা দরকার ছিল।" তিনি আরও বলেন, "একটি নতুন জাতি যা ২৪ শে ফেব্রুয়ারী ভোর ৪ টায় আবির্ভূত হয়েছিল। জন্ম নয়, পুনর্জন্ম। যে জাতি কাঁদেনি, চিৎকার করেনি, ভয় পায়নি। পালিয়ে যায়নি। হাল ছাড়েনি। ভুলে যায়নি।"