New Update
/anm-bengali/media/post_banners/LcrT3Bigujf7rJX3kPDD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে মাইক্রো ড্রোন দেবে দেশটির দুই ইউরোপীয় মিত্র যুক্তরাজ্য ও নরওয়ে। বুধবার নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ যৌথভাবে কিয়েভকে মাইক্রো ড্রোন সরবরাহ করবে। নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টেলিডিন ফ্লির ব্ল্যাক হর্নেট ড্রোন মূল রিকনেসান্স এবং টার্গেট শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। এটির দাম পড়বে ৯.২৫ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us