New Update
/anm-bengali/media/post_banners/uIrbkUSl4ctGHBw3IV6z.jpg)
নিজস্ব প্রতিনিধি-ফের ত্রিপুরার শাসক দল বিজেপিতে ভাঙ্গন।এবারে এডিসির দলনেতা হংশ ত্রিপুরা যোগ দিলেন তিপ্রামোথাতে।প্রায় ৬০০০ দলীয় সমর্থকদের নিয়ে তিনি তিপ্রামথা দলে যোগ দিয়েছেন।এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন তিপ্রামোথা প্রধান প্রদ্যুত কিশোর তিনি লেখেন,
"আমি হংশ কুমার ত্রিপুরা, এমডিসি এবং টিটিএএডিসিতে বিজেপির বিরোধী দলীয় নেতাকে আমার উষ্ণ অভ্যর্থনা জানাই, যিনি আজ মানিকপুরে আয়োজিত একটি গণযোগাযোগী অনুষ্ঠানে ৬০০০ এরও বেশি সমর্থকের সাথে #TIPRA যোগ দিয়েছেন।#THANSA বিশ্বাস করার জন্য আপনাকে ধন্যবাদ, অন্য কিছুই গুরুত্বপূর্ণ নয়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us