​নিজস্ব সংবাদদাতা: আগামী ৩১ আগস্ট গণেশ চতুর্থী এবং এখন থেকে দেশের বিভিন্ন স্থানে এই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গণেশ চতুর্থী সবচেয়ে জনপ্রিয় মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে বিভিন্ন প্যান্ডেলে অনুষ্ঠিত হয় এই পুজো এবং এই প্যান্ডেলগুলি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসে।
এমনই একটি প্যান্ডেল রয়েছে মুম্বাইয়ের কিংস সার্কেলে। যা তৈরি করেছে জিএসবি সেবা মণ্ডল। এই গণপতি প্যান্ডেলের একটি রেকর্ড আছে। মুম্বাইয়ের সবচেয়ে ধনী এই গণপতি প্যান্ডেলটি ৩১৬.৪০ কোটি টাকার বীমা কভার পেয়েছে।