লাইনচ্যুত মালগাড়ি, ব্যাহত রেল পরিষেবা

author-image
Harmeet
New Update
লাইনচ্যুত মালগাড়ি, ব্যাহত রেল পরিষেবা

নিজস্ব সংবাদদাতাঃ ভুবনেশ্বর রেল ইয়ার্ডে লাইনচ্যুত হয়ে গিয়েছে মালগাড়ি। তার জেরে  ট্রেন পরিষেবা আংশিকভাবে ব্যাহত হয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ ভুবনেশ্বরগামী একটি মালগাড়ির ৫টি ওয়াগন লাইনচ্যুত হয়। এখন একটি ওয়াগন পুনরায় চালু করা হবে এবং সকাল ৮টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন ডিআরএম খুরদা শ্রীশ রিঙ্কেশ রায়। 


জানা গিয়েছে, খড়গপুর-কলকাতা রুটে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এবং হাওড়া-চেন্নাই রুট ঠিক আছে।