হাইওয়েতে অপরাধ কমানোর লক্ষ্যে পেট্রোলিং গাড়ির সূচনা

author-image
Harmeet
New Update
হাইওয়েতে অপরাধ কমানোর লক্ষ্যে পেট্রোলিং গাড়ির সূচনা

নিজস্ব প্রতিনিধি-ত্রিপুরার আগরতলা -সাব্রুম হাইওয়েতে কোনো ধরনের অপরাধ যেন সংঘটিত না হয় তার উদ্দেশ্য এবং তেমন কিছু ঘটলে তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্য রেখে আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন প্রাঙ্গণ থেকে আগরতলা - সাব্রুম জাতীয় সড়কে টহলদারির লক্ষ্যে হাইওয়ে পেট্রোলিং যানের সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।





এই কর্মসূচিতে অংশ নেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ উচ্চ পদস্থ আধিকারিকগণ।আগরতলা - সাব্রুম সড়কে চারটি পেট্রোলিং গাড়ি ২৪ ঘন্টা নজরদারি চালাবে বলে জানা গেছে।এই অভিনব উদ্যোগ গ্রহণের জন্য ত্রিপুরা পুলিশের প্রধান ও তার টিমকে অভিনন্দন জানায় মুখ্যমন্ত্রী। " 'হাইওয়ে পেট্রোল' যান চালু হওয়ায় এখন থেকে সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে যাবে।পাশাপাশি নেশাদ্রব্য পাচার রোধ করা এবং নেশাগ্রস্ত যান চালকদের সতর্ক করতে এই উদ্যোগ কার্যকরী হবে।" বলে জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।