ইরাক মাজার ধস, বাড়তে পারে মৃতের সংখ্যা

author-image
Harmeet
New Update
ইরাক মাজার ধস, বাড়তে পারে মৃতের সংখ্যা


নিজস্ব সংবাদদাতাঃ ইরাকে ধসে পড়লো মুসলিমদের পবিত্র মাজার। যার ফলে মৃত্যু হয়েছে ৭ জনের। মধ্য ইরাকের কারবালা শহরের শিয়া মুসলিমদের পবিত্র মাজার 'কাতারা অফ ইমাম আলী' ধসে পড়েছে। 


যার ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান। ফলে এখনও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেখুন ভিডিও-