নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ৩.০৭ শতাংশ। কলকাতায় একদিনে আক্রান্ত ৭১ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৬৬ জন। এরপরেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ২৭ জন। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২১ লক্ষ ৪ হাজার ৭৫৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে চারজনের। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৪৪১ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ।
বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৭৯ হাজার ৪২৩ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৮০ শতাংশ।