রেশন ডিলারকে সাসপেন্ড করলো খাদ্য দফতর

author-image
Harmeet
New Update
রেশন ডিলারকে সাসপেন্ড করলো খাদ্য দফতর

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সবংয়ে মৃত ব্যক্তির নামে রেশন তুলে বিক্রি করার অভিযোগে রেশন ডিলারকে সাসপেন্ড করলো খাদ্য দফতর। মৃত ব্যাক্তির নামে রেশন তুলে বিক্রির অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বোয়ালিয়া বাটিটাকি এলাকার এক রেশন ডিলারকে সাসপেন্ড করলো জেলা খাদ্য দফতর। 

পাশাপাশি বরাদ্দের তুলনায় গ্রাহকদের কম সামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছিল ওই রেশন ডিলারের বিরুদ্ধে। যা নিয়ে এলাকার বেশ কিছু মানুষজন বিক্ষোভও দেখিয়েছিল। পরে ঘটনার তদন্তে নেমে রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা খুঁজে পায়। তারপরেই ওই রেশন ডিলারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। বর্তমানে ওই এলাকার অন্য একজন রেশন ডিলার গ্রাহদের রেশন সামগ্রী প্রদান করবে জানানো হয়েছে।