New Update
/anm-bengali/media/post_banners/2bWxHV2hPsu5HcF3aWTN.jpg)
​নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের বাসাল থানার হরিহরপুরের নলকারি নদীতে আকস্মিক বন্যায় দুটি চার চাকার গাড়ি এবং একটি মোটরসাইকেল ভেসে গিয়েছিল গতকাল অর্থাৎ শনিবার। পরের দিন অর্থাৎ রবিবার নলকারি নদী থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রামগড়ের ডেপুটি কমিশনার। তিনি আরো জানান যে এখনো উদ্ধার অভিযান চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us