ডেবরা ট্রাফিকের দায়িত্বে এলেন এসআই অমর ছেত্রী

author-image
Harmeet
New Update
ডেবরা ট্রাফিকের দায়িত্বে এলেন এসআই অমর ছেত্রী


দিগ্বিজয় মাহালী: আজ অর্থাৎ শনিবার থেকে ডেবরা ট্রাফিকের নতুন দায়িত্ব নিলেন এসআই অমর ছেত্রী। এর আগে ডেবরা থানার ট্রাফিক বিভাগ দেখতেন এসআই চন্ডীদাস মুখার্জী। অমর ছেত্রী বাবু বলেন, "মানুষকে হেলমেট মুখী করতে হবে। ওভার লোডিং গাড়ী যাতে না চলাচল করে সেই দিকেও আমাদের নজর থাকবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রকল্প 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচিকে সাধারন মানুষের কাছে তুলে ধরতে হবে"।