New Update
/anm-bengali/media/post_banners/4ymiw7cLD0blAYC3mkR1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২২। তার আগে নিজেদের স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দলে রয়েছে চমক। জায়গা পেয়েছেন ২১ বছর পেস বোলার দিলশান মাদুশাঙ্কা।
শ্রীলঙ্কার স্কোয়াড: দাসুন শানাকা (সি), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকসানা, জেফরি ভান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা, নুভিন্দু ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা, দীনেশ চান্দিমাল।
🇱🇰 Sri Lanka's squad for the 2022 Asia Cup is out!
Details ⬇️— ICC (@ICC) August 20, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us