প্রবল বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশে ভেঙে পড়ল রেলের সেতু

author-image
Harmeet
New Update
প্রবল বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশে ভেঙে পড়ল রেলের সেতু

নিজস্ব সংবাদদাতাঃ প্রবল বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। জলের তোড়ে কাংড়া জেলার চাক্কি নদীর উপরে রেলের সেতুর একাংশ ভেঙে পড়েছে। সেতুর তিনটি স্তম্ভের মধ্যে একটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আজ সকালে ভেঙে পড়ে। সেতু ভেঙে পড়ার ভিডিও প্রকাশ পেয়েছে। 

                            

আজ ধরমশালায়ও একটি মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, যার ফলে এলাকায় ভূমিধস হয়েছে। আজ ভোরে রাজ্যের মান্ডি জেলায় একটি আকস্মিক বন্যা দেখা দিয়েছে, যার ফলে ঘরবাড়ি ও দোকানে জল ঢুকে পড়েছে। বহু বাসিন্দা আটকে পড়েন। ওই জেলারই বলহ, সদর, থুনগ এবং লামাথাচ এলাকাও প্রবল বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্ডি নদীর জলে ভেসে গিয়েছে একাধিক এলাকা। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ।