নিজস্ব সংবাদদাতা : ক্রিমিয়ায় ব্ল্যাক সি নৌবহরের জন্য নতুন কমান্ডার নিয়োগ করেছে রাশিয়া রাশিয়া। ভাইস-এডমিরাল ভিক্টর সোকোলভ ইগর ওসিপভের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ২০১৯ সালের মে থেকে ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার ছিলেন।
সোকোলভ ২০২০ সাল থেকে নেভাল একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত নর্দার্ন ফ্লিট ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।