New Update
/anm-bengali/media/post_banners/fLbpFUIoEba8cFVsG6SK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সোনা পাচার চক্রে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেফতার হয়েছেন ৭জন। যাদের মধ্যে চার জন হলেন এয়ারলাইন কর্মী। বাকি তিন জন ছিলেন যাত্রী। এই চার জন এয়ারলাইন কর্মী ইন্ডিগো এবং স্পাইশজেটে কর্মরত। আজ শনিবার কাস্টম ডিপার্টমেন্ট এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, গত ২১ জুলাই পাচারকারীদের গ্রেফতার করা হয়েছিল। যে পরিমাণ সোনা তারা পাচার করছিলেন তার মূল্য ৭২ লাখের উপর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us