টোকিও অলিম্পিকঃ বক্সিংয়ের ৬৯ কেজি বিভাগে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন ভারতের বিকাশ কৃষণ

author-image
Harmeet
New Update
টোকিও অলিম্পিকঃ বক্সিংয়ের ৬৯ কেজি বিভাগে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন ভারতের বিকাশ কৃষণ

নিজস্ব সংবাদদাতাঃ বক্সিংয়ের ৬৯ কেজি বিভাগে রাউন্ড অফ ৩২ থেকেই বিদায় নিলেন ভারতের তারকা বক্সার বিকাশ কৃষণ। এদিনের ম্যাচে চোখের কাছে চোট লাগা সত্ত্বেও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে লড়াই করলেন বিকাশ। কিন্তু তাও শেষ পর্যন্ত জাপানের বক্সার ওকাযাওয়ার কাছ থেকে জয় ছিনিয়ে আনতে পারলেন না তিনি। ম্যাচের ফল ৫-০।