নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে আজ ও আগামিকাল। এই আবহে রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তের কাছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। আজ সকালে এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে। ইতিমধ্যেই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়েছে। দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের একাংশে গতকাল থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে দক্ষিণের একাধিক জেলায়। তাছাড়া পশ্চিমের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আজ।
নিম্নচাপের ফলে দিঘা, মন্দারমনিতে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। আগামিকাল পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকবে। দিনের আকাশ মূলত মেঘলা থাকবে। সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইবে। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশের কম থাকতে পারে।