জন্মাষ্টমী উদযাপন করলেন ঋষি সুনাক

author-image
Harmeet
New Update
জন্মাষ্টমী উদযাপন করলেন ঋষি সুনাক

নিজস্ব সংবাদদাতা: যুক্তরাজ্যে চলছে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে টিকে রয়েছেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। ঋষি দৌড়ে ইতিপূর্বে প্রত্যেকবার প্রথম হলেও প্রধানমন্ত্রী হওয়ার শেষ দৌড়ে লিজ ট্রাসের জয়ের সম্ভাবনা বেশি বলে জানা যাচ্ছে। 

British PM Candidate Rishi Sunak Visits Temple With Wife Akshata Ahead Of  Janmashtami

ফলে নিজের জয় নিশ্চিত করতে লাগাতার প্রচার করে চলেছেন ঋষি সুনাক। প্রচারের ফাঁকে এবার ঋষি জন্মাষ্টমী উপলক্ষে যুক্তরাজ্যের হিলফিল্ড এলএন-এর ভক্তিবেদান্ত মনোর মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপন করলেন। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী অক্ষতা সুনাক।