New Update
/anm-bengali/media/post_banners/vpBgpSGsoddUdpDJ58Ou.jpg)
নিজস্ব সংবাদদাতা: চীনের হেনানে চীনা সরকারের থেকে বাড়ি ক্রয় করেও সময়মত বাড়ি না পাওয়ায় বিক্ষোভ দেখান বাড়ির মালিকরা। তাদের দাবি দ্রুত বাড়ির নির্মাণের কাজ সম্পুন্ন করতে হবে এবং তাদের হাতে তাদের বাড়ির চাবি তুলে দিতে হবে।
এই দাবিতেই চীনের হেনানে প্রতিবাদ মিছিল করেন বাড়ির মালিকরা। জানা যাচ্ছে, চীনে লোকডাউনের জন্য এই বিলম্ব হয়েছে। ১৭ আগস্ট লোকডাউন তুলে নেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us