বেহাল দশা বসিরহাট সেতুর, উদ্বিগ্ন সুন্দরবন সন্দেশখালির মানুষ

author-image
Harmeet
New Update
বেহাল দশা বসিরহাট সেতুর, উদ্বিগ্ন সুন্দরবন সন্দেশখালির মানুষ

নিজস্ব সংবাদদাতাঃ কংক্রিটের সেতু। কিন্তু তার বেহাল দশা। কার্যত হেলে পড়েছে একদিকে। বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি ২নম্বর ব্লকের জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েত ও দুর্গা মন্ডপ গ্রাম পঞ্চায়েতের মধ্যে হাতাখালি নদীর ওপর ৩০ ফুট লম্বা ৮ ফুট চওড়া একটি সেতুর বেহাল দশা। সুন্দরবন উন্নয়ন পর্ষদের তরফে সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই সেই সেতুর বেহাল দশা। 

                        

ভৌগোলিক কারণে এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই ২৪ পরগণার সংযোগকারী এই সেতুটি সন্দেশখালির বিভিন্ন দ্বীপকে স্থলভাগের সঙ্গে যুক্ত করে। দু’লক্ষেরও বেশি মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল। স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী, সেতু পেরিয়েই চলে নিত্য যাতায়াত। ছোট চারচাকা গাড়িও যাতায়াত করে এই সেতুর ওপর দিয়ে।মাস খানেক হল দেখা যাচ্ছে, এই সেতুর চারটি স্তম্ভ হেলে পড়েছে। যার ফলে বড় কোনও দুর্ঘটনার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। ইতিমধ্যে রাজ্য সরকার রাজ্যের একাধিক কংক্রিটের সেতুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে।