New Update
/anm-bengali/media/post_banners/BHVF0WwN3HJ3EVzytzPA.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সাধু হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মরু রাজ্য রাজস্থানে। জানা গিয়েছে, গত ১৭ আগস্ট সকালে হনুমানগড়ের ভাখরাওয়ালি গ্রামে এক সাধুকে তার বাড়িতে খুন করা হয়েছিল। সাধুর নাম চেতন দাস। ​
আরও তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, সাধুর ঝুলন্ত দেহ তাঁর কুঁড়েঘরের বাইরে পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নাক-মুখ দিয়েও রক্ত বেরোচ্ছিল। সন্দেহ করা হচ্ছে, সাধুকে কেউ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করেছে। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এক মাসের মধ্যে রাজ্যে সাধুর এটি চতুর্থ মৃত্যু। এর আগে ভরতপুর ও জালোরে তিন সাধু আত্মহত্যা করেছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us