নিজস্ব সংবাদদাতা: আজকে পেট্রোল,ডিজেলের দাম বেড়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান। দাম কমেছে বাঁকুড়া, বীরভূম, দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান। আলিপুরদুয়ারে আজ পেট্রোল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০৬.৮৪ টাকায়। ডিজেল বিক্রি হচ্ছে ৯৩.৫১ টকায়। বাঁকুড়ায় পেট্রোলের দাম ১০৬.২৮ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.০১ টাকা। বীরভূমে পেট্রোলের দাম ১০৬.৬৪ টাকা, ডিজেল ৯৩.৩৪ টাকা। কোচবিহারে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৭.১৩ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৭৮ টাকায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.৯০ এবং ১০৬.৩৬ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ৯৩.৫৭ এবং ৯৩.০৭ টাকায়।