হরি ঘোষ, আসানসোল: আসানসোল পুরনিগমে মেয়র পদের জন্য উপনির্বাচন। সেই উপনির্বাচন জামুরিয়ার ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে একসঙ্গে ভোট প্রচারে দেখা গেল বিজেপি ও তৃণমূলের সমর্থকদের। তবে দুই রাজনৈতিক দলের মিছিল যাতে অশান্তির ঘটনা না ঘটে, তার জন্য পুলিশের কড়া নিরাপত্তা ছিল ।বিজেপির মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ । হুড খোলা গাড়িতে চেপে জামুরিয়া আখলপুর থেকে শুরু হয় বিজেপির প্রার্থীর সমর্থনে ভোট প্রচার। বিজেপির মিছিল মাঝ রাস্তায় আটকে দেয় জামুড়িয়া থানার পুলিশ ।কারণ সেই রাস্তা দিয়েই তৃণমূলের মিছিল যাচ্ছিল ।তৃণমূল মিছিলে উপস্থিত ছিল তৃণমূলের প্রার্থী বিধান উপাধ্যায় ও জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং।