New Update
/anm-bengali/media/post_banners/nSQv37TgR3AHizZ1M261.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পরপর দু'টি ম্যাচে জয়। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা চেলসির ভালই হয়েছে। সামনে এবার লিডস। তাঁদের বিরুদ্ধে মাঠে নামার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দ্যা ব্লুজ। অনুশীলনের ভিডিওর অংশ পোস্ট করা হয়েছে সামাজিক মাধ্যমে। নিজেদের মধ্যে খেলে আক্রমণে গোল তুলে নেওয়াই দলের লক্ষ্য হতে চলেছে।
Outside of the boot! ☄️ pic.twitter.com/rxSkgQK2dI
— Chelsea FC (@ChelseaFC) August 16, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us