New Update
/anm-bengali/media/post_banners/PJpjRQhzrnRl2PDBsY7S.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চার বছরের চুক্তিতে সের্হিও গোমেজের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করেছে ম্যানচেস্টার সিটি। ২১ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার অ্যান্ডারলেখট থেকে যোগ দিয়েছেন।
​
২০২১-২২ মরসুম জুড়ে বেলজিয়ান ক্লাবের হয়ে ৪৯ টি ম্যাচে অংশ নিয়েছিলেন এই লেফট-ব্যাক। ২০১৮ সালের শুরুতে বুন্দেসলিগার দল বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়ার পর ফুটবল মহলের নজরে পড়েছিলেন তিনি। বার্সেলোনার যুব দলের অংশ হিসাবে ফুটবল জীবন শুরু করেছিলেন।
We are delighted to announce the signing of @sergiogm_10 on a four-year deal ✍️
Read more ⤵️— Manchester City (@ManCity) August 16, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us