New Update
/anm-bengali/media/post_banners/bI6Wv48mxuogX1EGNwib.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ দাসপুর থানার বেশ কয়েকটি বিগ বাজেটের দুর্গাপুজোর মধ্যে সোনামুই হাট সার্বজনীন দুর্গাপূজা অন্যতম। ঘোটা করে আজ ৫১ তম বর্ষের খুঁটিপূজা সম্পন্ন করা হল।
পুজো কমিটির সম্পাদক অজিত মণ্ডল জানান, "ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নিয়ে এবারে থাকছে আমাদের চমক লাগা থিম। যার বাজেট প্রায় সাত লক্ষ টাকার মতো। বিগত দুটি বছর করোনার কারণে তেমন ঘটা করে পূজো হয়নি। তাই গত বছর এবং এ বছর আমরা পুজোটি সারম্বরে করতে চলেছি। আজ খুঁটি পূজার মাধ্যমে মন্ডপ তৈরির কাজ শুরু হতে চলেছে। তাই আপনার উৎসবপ্রেমী মানুষদেরকে আমরা আমাদের পূজা মন্ডপে উৎসবের দিনগুলিতে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us