নিজস্ব সংবাদদাতাঃ পুরুষদের হকিতে জয় দিয়ে শুরু করল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ ফলে ম্যাচটি জিতে নিল মনপ্রীত সিং-পিআর সৃজেশরা। প্রথমে পিছিয়ে পড়লেও পরে পরপর তিনটি গোল করে ভারত। রুপিন্দর পাল সিং একটি এবং হরমনপ্রীত সিংয়ের দুটি গোলের সৌজন্যে ম্যাচটি জিতে নিল ভারত। তবে দুই গোলদাতা ছাড়াও ভারতের এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করলেন ভারতের গোলরক্ষক পিআর সৃজেশ। ম্যাচের শেষের কয়েক মিনিটে নিশ্চিত কয়েকটি গোল আটকে ভারতের জয় নিশ্চিত করলেন সৃজেশ।