FIFA BAN : "আমাদের সমস্যা হবে না", বলছেন লাল-হলুদ কর্তা

author-image
Harmeet
New Update
FIFA BAN : "আমাদের সমস্যা হবে না", বলছেন লাল-হলুদ কর্তা

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় ফুটবল সংস্থার ওপর ফিফার ব্যান। যদিও এ ব্যাপারে বিশেষ ভাবিত নন ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার। দল গঠন বা বিদেশি ফুটবলার সই করানোর ব্যাপারেও তিনি চিন্তিত নন। 

এক সাক্ষাৎকারে বলেছেন, "আমরা দলের সব বিদেশি ফুটবলারদের সই করিয়ে ফেলেছি। আমাদের দল একেবারে প্রস্তুত। এক্ষেত্রে আমাদের আর কোনও সমস্যা হবে না।"