নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসের পর দেশে কমল জ্বালানির দাম? কলকাতা-সহ দেশের চার মেট্রো শহরে দামের কোনও বদল আসেনি। গতকাল যে দামে বিক্রি হচ্ছিল জ্বালানি সেই দামেই বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল । শেষ তিন মাসে দামের কোনও বদল আসেনি পেট্রল-ডিজেলের। দাম বৃদ্ধি পায়নি-- আবার দামে পতনও আসেনি। সব মিলিয়ে দেশে বেশ স্থিতিশীলই বলা যায় পেট্রল-ডিজেলকেl