নিজস্ব সংবাদদাতাঃ ধীরে ধীরে বাগে আসছে মারণ করোনা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৭০ জন। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা শূন্য। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৮০ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। ৭৯ জন সংক্রমিত হওয়ায় দ্বিতীয় স্থানে কলকাতা। দৈনিক আক্রান্তের নিরিখে তারপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১৯ জন। হুগলি ও বীরভূমে সংক্রমিত যথাক্রমে ১৭ ও ১৫ জন করে। পজিটিভিটি রেট ৪.২৯ শতাংশ।
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২১,০১,৫৪৭। সুস্থ হয়ে উঠেছেন ২১,০২,৭৫৭ জন। মৃতের সংখ্যা ২১,৪২২।