সন্ত্রাস দমনে দুর্গাপুরে 'রক্ষক' বাহিনী

author-image
Harmeet
New Update
সন্ত্রাস দমনে দুর্গাপুরে 'রক্ষক' বাহিনী

হরি ঘোষ, দুর্গাপুরঃ সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা হোক বা দুষ্কৃতী দমন, সবেতেই আরো তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ছোট বড় সন্ত্রাস রুখতে আরো তৎপর হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার। দুর্গাপুর থানা এলাকার ১০টি এলাকাকে ১ একটি করে বিট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই বিটগুলির তদারকি করবেন ১০ জন নোডাল অফিসার। ১০ টি বাইক দেওয়া হয়েছে নোডাল অফিসারদের। সাধারণ মানুষের সমস্যা শুনতে নিত্য দিন পৌঁছে যাবেন বিটের দায়িত্বে থাকা পুলিশ কর্তারা। দুর্গাপুরের সিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কমিশনার সুধীর কুমার নীলকান্তম। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা, অতিরিক্ত জেলাশাসক দুর্গাপুরের মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা।