রাশিয়ায় পালিত হল ভারতের স্বাধীনতা দিবস

author-image
Harmeet
New Update
রাশিয়ায় পালিত হল ভারতের স্বাধীনতা দিবস



নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসব। 


দেশের বাইরে রাশিয়াতেও পালিত হল ভারতের স্বাধীনতা দিবস। ব্রাহ্মোস অ্যারোস্পেস রাশিয়ান সরকার কর্তৃক আয়োজিত সামরিক প্রদর্শনীর মধ্যে দিয়ে মস্কোর কুবিঙ্কায় স্বাধীনতা দিবস উদযাপন করেছে। 

Philippines - BrahMos missile export to Philippines - Telegraph India