নিজস্ব সংবাদদাতা ঃ ২৭ বছরের সুবাতা পেশায় নার্স এবং বক্সার। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিলেও তাঁর অলিম্পিক্সে অংশ নেওয়া হচ্ছে না।গত জানুয়ারিতে সুবাতা জাপানের একটি বড় হাসপাতালের চাকরি ছেড়ে দেন।সুবাতা জানিয়েছেন যে অলিম্পিক্স পিছিয়ে যাওয়ায় তাঁর আর যোগ্যতা অর্জন করা হলো না। এই নিয়ে তিনি অত্যন্ত হতাশ হয়েছেন। কারণ অলিম্পিক্স তাঁর স্বপ্ন ছিল।