New Update
/anm-bengali/media/post_banners/n60zNhNxClSPDcJchF8l.jpg)
​
নিজস্ব সংবাদদাতাঃ গরু পাচার মামলায় বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেসে অনুব্রতকে লাগাতার জেরা করছেন সিবিআই-এর আধিকারিকরা।
এদিকে বীরভূমের রাশ কার হাতে যাবে? নাকি অনুব্রত মণ্ডলের ঝুলিতেই থাকবে তা নিয়ে শুরু হল বৈঠক। বৈঠকে বসেছে বীরভূমের তৃণমূল নেতৃত্ব। বোলপুরের এই বৈঠকে সিউড়িম লাভপুর, কেতুগ্রাম, নানুর, রামপুরহাটের বিধায়করা রয়েছেন। বৈঠকে হাজির হয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, অভিজিৎ সিংহ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us