New Update
/anm-bengali/media/post_banners/hX1kjDSVfflNKObn4BYe.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দেশভাগের ৭৫ বছর পূর্তিতে এবার টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি টুইট করেন, '১৯৪৭ সালে দেশ ভাগ হল ভারতীয় ইতিহাসের সেই অমানবিক অধ্যায় যা কখনও ভোলা যায় না। দেশভাগের সহিংসতা ও ঘৃণা লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এবং অসংখ্য মানুষকে বাস্তুচ্যুত করেছিল। আজ 'পার্টিশন হররস রিমেম্বারেন্স ডে'-তে দেশভাগের কবলে পড়া লক্ষ লক্ষ মানুষকে প্রণাম জানাই।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us