'দেশভাগের ভয়াবহতা এই দেশ কখনও ভুলবে না'

author-image
Harmeet
New Update
'দেশভাগের ভয়াবহতা এই দেশ কখনও ভুলবে না'

নিজস্ব সংবাদদাতাঃ দেশভাগের ৭৫ বছর পূর্তিতে এবার টুইট করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  ​



তিনি টুইট করেন 'পার্টিশন হররস রিমেম্বারেন্স ডে- তে দেশ ভাগের সময় যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। দেশভাগের যন্ত্রণা ভুলতে না পেরেও যাঁরা নতুন করে শুরু করেছেন, তাঁদেরও আমি স্যালুট জানাই। দেশভাগের ভয়াবহতা এই দেশ কখনও ভুলবে না।'