New Update
/anm-bengali/media/post_banners/uNP6xnhvUI6cE4HvHShS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ১৯৪৭ সালের ১৪ আগস্ট, হয়েছিল দুটি দেশের বিভাজন। প্রাণ হারিয়েছিলেন লক্ষাধিক মানুষ। দেশভাগ লক্ষ লক্ষ দেশবাসীকে ধ্বংস করেছিল এবং অখণ্ড ভারতকে শক্তিশালী আঘাত করেছিল। এই নিয়ে এবার টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ​
তিনি টুইট করেন, ‘আজ দেশভাগ বিভীষিকা দিবসে আমি সেই সমস্ত লোকদের প্রতি শ্রদ্ধা জানাই যারা দেশভাগের সময় প্রাণ হারিয়েছিলেন। এবং আমাদের ইতিহাসের সেই দুঃখজনক সময়ে যারা কষ্ট পেয়েছিলেন তাঁদের সহনশীলতার প্রতিও আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। সেই সঙ্গে তাঁদের সহানুভূতির প্রশংসা করি আমি।’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us