New Update
/anm-bengali/media/post_banners/J9UKzIdMz5t2ytUJhIwx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জেলে খুব একটা ভালো নেই অর্পিতা মুখার্জি। জেলের ভাতও নাকি মুখে ভালো লাগছে না তাঁর। বৈভবের মধ্যে থাকা যার অভ্যাস ছিল, তাঁর দিনরাত এখন কাটছে সেলে।
সেলে ২২ জন বন্দির সঙ্গে অর্পিতা মুখার্জির দিন কাটছে বলে সূত্র উদ্ধৃত করে প্রকাশ সংবাদ মাধ্যমে। আইনজীবী ছাড়া আর কেউ নাকি তেমন দেখাও করতে আসছেন না। নিজের বলতে মা আর দিদি। তাঁরাও নাকি খুব একটা আসছেন না বাড়ির মেয়ের সঙ্গে দেখা করতে।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us