J&K: তেরঙ্গা উত্তোলন করল দুই পলাতক জঙ্গির পরিবার

author-image
Harmeet
New Update
J&K: তেরঙ্গা উত্তোলন করল দুই পলাতক জঙ্গির পরিবার

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। এদিন দুই পলাতক জঙ্গির পরিবার ডোডায় তাদের বাসভবনে তেরঙ্গা উত্তোলন করে। স্থানীয় এক ব্যক্তি জানান, 'আমরা সব সময় স্বাধীনতা দিবসে তেরঙ্গা উত্তোলন করি। আমার ভাই পাকিস্তানে জঙ্গি। যাওয়ার সময় সে অপ্রাপ্ত বয়স্ক ছিলেন। আমরা চাই সে ফিরে আসুক।"