নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল নেতার গলাকাটা দেহ উদ্ধার উত্তর দিনাজপুরে। শনিবার সকালে ধানের জমি থেকে উদ্ধার হয় তৃণমূল নেতার গলাকাটা দেহ। ঘটনাটি ঘটেছে ইটাহার থানা এলাকার শ্রীপুরে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শ্রীপুর এলাকার উপর দিয়ে গিয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। সেই জাতীয় সড়কের ধারে একটি ধান খেতের ভিতরে রাস্তা থেকে প্রায় ৩০০ মিটার দূরে ওই তৃণমূল নেতার দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের নাম আব্দুল কাশেম। বয়স ৪৩ বছর। বাড়ি ইটাহার থানা এলাকার গঠলুতে। তিনি এলাকায় তৃণমূলের বুথ কমিটির প্রেসিডেন্ট ছিলেন। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ। পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি।
পুলিশ সুপার সানা আখতার জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। এদিকে সূত্র মারফত জানা গিয়েছে, মৃত ওই তৃণমূল নেতা সুদের কারবারের সঙ্গেও জড়িত ছিলেন। সেই কারণে এই ঘটনা ঘটেছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।