New Update
/anm-bengali/media/post_banners/RxHMJFcBlMueJuUG3TQ9.jpg)
নিজস্ব প্রতিনিধি-কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব, যিনি বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমস-এ ভর্তি হয়েছিলেন, গত ৪৬ ঘণ্টায় তার জ্ঞান ফেরেনি, বলে শুক্রবার শেখর সুমন টুইট করেছেন।
"দয়া করে সমস্ত ভারতীয়রা তার সুস্থতার জন্য প্রার্থনা করুন। আমরা এই রত্নটি হারাতে চাইনা।আমি নিশ্চিত তিনি ফিরে আসবেন। ঈশ্বর মহান," সুমন টুইটে যোগ করে লেখেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us