Anubrata Mondal: বোলপুরের চিকিৎসকের বয়ান রেকর্ড সিবিআইয়ের

author-image
Harmeet
New Update
Anubrata Mondal: বোলপুরের চিকিৎসকের বয়ান রেকর্ড সিবিআইয়ের

নিজস্ব সংবাদদাতাঃ গরু পাচার কাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। শুক্রবার গভীর রাতে তাঁকে আনা হয়েছে নিজাম প্যালেসে। এদিকে বোলপুরের সরকারি চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করল সিবিআই।





 চিকিৎসকের বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড করেন সিবিআইয়ের আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দাদের ৩ জনের দল যায় চিকিৎসকের। 'কার নির্দেশে অনুব্রত বাড়িতে গিয়েছিলেন, সাদা কাগজে কেন লেখেন বেড রেস্ট?' গোয়েন্দারা এমন প্রশ্নই করেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।