' ঝাড়খণ্ডেও সরকার ফেলার চেষ্টায় ছিল বিজেপি'

author-image
Harmeet
New Update
' ঝাড়খণ্ডেও সরকার ফেলার চেষ্টায় ছিল বিজেপি'

নিজস্ব সংবাদদাতা: "বিজেপি ঝাড়খন্ডে সরকার উৎখাত করতে চেয়েছিল, কিন্তু তাদের নিজেদের সরকারই (বিহারে) ভেঙে পড়েছে এখন। এনডিএ-র জোট সঙ্গীরা তা ছেড়ে চলে যাচ্ছে... অকালি দল, শিবসেনা এবং জেডিইউ যাই হোক না কেন। এটা ২০২৪ সালের জন্য একটি বার্তা, মানুষ কেন্দ্রের প্রতি হতাশ", সংবাদ মাধ্যমে এমনটাই বলেছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।