জনগণের মতামত অনুযায়ী হবে সরকারঃ RJD নেতা

author-image
Harmeet
New Update
জনগণের মতামত অনুযায়ী হবে সরকারঃ RJD নেতা
নিজস্ব সংবাদদাতাঃ সরগরম বিহারের রাজনীতি। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। এ প্রসঙ্গে আরজেডি নেতা শরদ যাদব বলেছেন, "আগের সরকার (বিজেপি-জেডিইউ সরকার) জনগণের মতামত অনুযায়ী ছিল না। 



এখন কেবল রাজ্য সরকার জনগণের মতামত অনুযায়ী হবে।" নীতীশের ইস্তফা দেওয়ার পর বিজেপি শিবিরে ধাক্কা লেগেছে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধাদের একটা অংশ।