পঞ্চায়েত ভোটের আগেই গঠিত হল জঙ্গলমহল স্বরাজ মোর্চা

author-image
Harmeet
New Update
পঞ্চায়েত ভোটের আগেই গঠিত হল জঙ্গলমহল স্বরাজ মোর্চা

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলে আত্মপ্রকাশ করল "জঙ্গলমহল স্বরাজ মোর্চা" নামে একটি নতুন রাজনৈতিক মঞ্চ। এতে ফের জোরালো হল জঙ্গলমহলে স্বশাসনের দাবি। আদিবাসী ও কুড়মী সমাজের একাংশের উদ্যোগে জঙ্গলমহল স্বরাজ মোর্চা নামে এই মঞ্চটি গঠিত হল। 

এই আদিবাসী ও কুড়মীদের এই নয়া রাজনৈতিক মঞ্চের আহ্বায়ক অশোক মাহাতোর দাবি, কুড়মীরা আদিবাসী তালিকাভুক্ত, কুড়মীভাষার সাংবিধানিক স্বীকৃতি, সারনা ধর্মের কোড চালু করা। তার সাথে সাথে মুন্ডা, লোধা শবর বইগা, কড়া ভূমিজ ও আদিবাসী জনগোষ্ঠীর কিছু দাবিদাওয়া আজও পূরণ হয়নি। সেই বঞ্চনার অবসান এর জন্য এই জঙ্গলমহল স্বরাজ শাসনের প্রয়োজন আছে। সেই লক্ষ্যে জঙ্গলমহলে গ্রামে গ্রামে জনসংযোগের কাজ শুরু করেছে এই জঙ্গলমহল স্বরাজ মোর্চা, আগামী পঞ্চায়েত নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানিয়েছে।পঞ্চায়েত ভোটের মুখে দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে তারা লড়াই করছে। কারণ এই পরিবর্তিত পরিস্থিতিতে বৃহত্তর ঝাড়খন্ড রাজ্যের দাবি থেকে সরে এসেছে ঝাড়খন্ডি দলগুলো। এমন আবহে জঙ্গলমহলে স্বশাসনের দাবিকে সামনে রেখে এই জঙ্গলমহল স্বরাজ মোর্চার আন্দোলন যে ভাবে শুরু করছে তাতে কিন্তু জঙ্গলমহলের রাজনৈতিক পট পরিবর্তনের একটা আশঙ্কা দেখা যাচ্ছে।