৬ দিনে ৩ বার অভিযানেই বিশাল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করল এনসিবি

author-image
Harmeet
New Update
৬ দিনে ৩ বার অভিযানেই বিশাল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করল এনসিবি


নিজস্ব সংবাদদাতাঃ ৬ দিনে মাত্র ৩ বার অভিযান চালিয়ে বিশাল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করল এনসিবি। ৩ বার অভিযানে মোট ৪.৯৫০ কেজি মেথাকোলোন, ৮৭০ গ্রাম হাইড্রোপনিক গাঁজা ও 88 কেজি ভাল মানের গাঁজা উদ্ধার করেছে এনসিবি। 


এছাড়াও ২ টি গাড়ি এবং ৩ জন সন্দেহভাজনকে আটক করেছে এনসিবি। এনসিবির তরফে জানানো হয়েছে, জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫ কোটি টাকা।