New Update
/anm-bengali/media/post_banners/Vz2CXSi4HMzfrxty8Lf3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পর সেই হার অনুসারে এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট সংশোধন করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ব্যাঙ্ক I-EBLR সংশোধন করে বার্ষিক ৯.১০ শতাংশ করেছে। এই নতুন হার ৫ অগস্ট ২০২২ থেকে কার্যকর হয়েছে। এর জেরে বিভিন্ন খাতের ঋণের সুদের হার এবং ইএমআই বাড়তে চলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us