New Update
/anm-bengali/media/post_banners/lWhrE3jHxzU7PVCwa1W9.jpg)
নিজস্ব প্রতিনিধি-অভিনেত্রী এবং উদ্যোক্তা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন এবং চলচ্চিত্রও করছেন, সেই সঙ্গে তিনি একজন মাও। প্রাক্তন মিস ওয়ার্ল্ড ব্যস্ত সময়সূচী থাকা সত্ত্বেও তার স্বামী নিক জোনাস এবং কন্যা মালতি মেরির সঙ্গে বেশ ভালোই সময় কাটান এবং ভক্তদেরও তিনি তা নিশ্চিত করেন প্রতিনিয়ত।​
তার পাশাপাশি চোপড়া জোনাস নিজেকেও সময় দেন রবিবার তিনি একটি আরামদায়ক কালো বিকিনিতে পুলে সময় কাটানোর এক ছবি শেয়ার করেছেন আর তাতেই নেট দুনিয়া তোলপাড় হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us