নিজস্ব সংবাদদাতা : রাজস্থানের সিকারের খাতু শ্যাম জি মন্দিরে পদপৃষ্ট হয়ে মৃত্যু হল তিন পুণ্যার্থীর। জখম ২। সোমবার ভোরের এহেন ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে তিনি লেখেন, "রাজস্থানের সিকারে খাতু শ্যামজি মন্দির কমপ্লেক্সে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় দুঃখিত। আমার সমবেদনা নিহতদের পরিবারের সাথে রয়েছে। আমি প্রার্থনা করি যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন।"
প্রসঙ্গত, ৮ আগস্ট চন্দ্র ক্যালেন্ডারের ১১ তম দিন। খাতু শ্যাম জির দর্শনের জন্য শুভ বলে মনে করা হয়। শ্যাম জিকে ভগবান কৃষ্ণের অবতার বলে মনে করা হয়। পুলিশ সূত্রে খবর, মন্দিরের বাইরে বিশাল ভিড় হয়েছিল। ভক্তরা দরজা খোলার অপেক্ষায় ছিলেন। লোকেরা দরজা খোলার জন্য গেট ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল, একজন মহিলা অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং পড়ে গিয়েছিলেন, যার ফলে তার পিছনে থাকা অন্যরাও পড়ে গিয়েছিল।