তিন বছর ধরে অন্ধকারে দিন কাটাচ্ছে ডেবরার ভঞ্জ পরিবার!

author-image
New Update
তিন বছর ধরে অন্ধকারে দিন কাটাচ্ছে ডেবরার ভঞ্জ পরিবার!

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর:প্রায় তিন বছর হতে চললো বিদ্যুৎ-এর আবেদন করেও এখনও কানেকশান পায়নি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কল্যানপুর এলাকার বাসিন্দা সহদেব ভঞ্জ। ২০১৯ সালে ইলেকট্রিক কানেকশনের জন্য বালিচক এসএস-কে আবেদন করেন। কোটেশনের টাকাও জমা দেন। বাড়ির সামনে ইলেকট্রিক খুঁটিও পোতা হয়। কিন্তু বিদ্যুৎ সংযোগ এখনও হয়নি। বালিচক বিদুৎ অফিসে বারবার লিখিত জানিয়েও কোনো লাভ হয়নি। এমনকি দপ্তরের খড়্গপুর কার্যালয়েও জানিয়েও এখনও বিদ্যুতহীন ওই পরিবার। রাতে অন্যের বাড়ীতে গিয়ে পড়াশুনা করতে হয় ছেলেকে। বাড়ীতে এখনও লম্ফের ব্যবহার প্রচলিত। টিভি কেনা হয়ে রয়েছে, ইলেকট্রিক নেই। বর্তমানে বালিচকে বিদুৎ দপ্তরের অফিসে গেলে এখন আর তাকে ঢুকতে দেওয়া হয়না বলে অভিযোগ। সহদেব ভঞ্জ জানান, কানেকশন নিয়ে স্থানীয় সমস্যা ছিল সেটাও আমি মিটিয়ে নিয়েছি। তারপরেও আমি বিদ্যুৎ পাচ্ছি না। বর্তমানে আমি এবং আমার পরিবার খুব সমস্যায় আছি।  অপরদিকে ডেবরা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ প্রতিমা মুখার্জী জানান,আমি আপনাদের কাছে এই বিষয়টি জানলাম। ওই ব্যাক্তি আমার সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি কি অবস্থায় আছে তা দেখবো। বর্তমানে কল্যাণপুরের প্রত্যেকটি বাড়ীতে বিদ্যুৎ রয়েছে। পেশায় গাড়ী চালক সহদেববাবু। ছেলের পড়াশুনা নিয়েও চিন্তিত তিনি। কবে এর সুরাহা হবে সেদিকেই তাকিয়ে পুরো ভঞ্জ পরিবার।